অবস্থান
কোটালীপাড়া গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন এ জনপদ সমতটের রাজধানী ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। ভৌগোলিকভাবে কোটালীপাড়া ২২.৯৮৩৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৯.৯৯১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
সীমানা
কোটালীপাড়া উপজেলার উত্তরে গোপালগঞ্জ সদর ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলা, দক্ষিণে বরিশালের নাজিরপুর ও উজিরপুর উপজেলা, পূর্বে বরিশালের আগৈলঝরা উপজেলা ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলা।
এতদ্ব্যতীত ‘কোটাল’ ও ‘পাড়া’ শব্দ দু’টি একত্রিত হয়ে কোটালীপাড়া শব্দটির উৎপত্তি হয়েছে। আর এখানে ‘কোটাল’ শব্দের অর্থ ‘যোদ্ধা’ বা ‘নগররক্ষক’ এবং ‘পাড়া’ শব্দের অর্থ বসতি। অর্থাৎ ‘যোদ্ধা’ বা নগররক্ষকদের বসতি। শব্দের বিচারে বলতে গেলে এই অঞ্চলে যোদ্ধা বা নগররক্ষকদের বসতি গড়ে ওঠার কারণে এ অঞ্চলের নামকরণ করা হয় কোটালীপাড়া।
প্রশাসনিক ইউনিট
মোট আয়তন : ৩৫৫.৯০ বর্গকিলোমিটার
ইউনিযন : ১১ টি (সাদুল্লাহপুর, রাধাগঞ্জ, কলাবাড়ী, রামশীল, আমতলী, কান্দি, বান্দাবাড়ী, পিঞ্জুরী, হিরন ও কুশলা, শুয়াগ্রাম)
পৌরসভা : একটি (কোটালীপাড়া- প্রথম শ্রেণী)
জনসংখ্যা বিষয়ক তথ্য
বিবরন |
পরিমান |
মোট জনসংখ্যা |
২,৩০,৪৯৩ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) ২,৪১,৮৭০ জন (খানা শুমারী-২০১৮) (আনঅফিসিয়াল) |
মোট পুরুষ |
১,১৩,৪৯২ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) ১,২৫,০৩৩ জন (খানা শুমারী-২০১৮) (আনঅফিসিয়াল) |
মোট মহিলা |
১,১৭,০০১ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) ১,১৬,৮৩৭ জন (খানা শুমারী-২০১৮) (আনঅফিসিয়াল) |
মোট মুসলিম জনসংখ্যা |
১,০৯,৩৪৪ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
মোট হিন্দু জনসংখ্যা |
১,১৫,১২৫ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
মোট খ্রিস্টান জনসংখ্যা |
৫,৯৬২ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
অন্যান্য জনসংখ্যা |
৫৩ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
উপজেলার বৌদ্ধ জনসংখ্যা |
৯ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
জনসংখ্যার ঘনত্ব |
৬৪৮ জন (প্রতি বঃ কিঃ মিঃ) |
জনসংখ্যার ঘনত্ব |
১৬৭৭ জন (প্রতি বঃ মাইলে) |
জনসংখ্যার জন্মহার |
০.১৫% (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী) |
শিক্ষার হার |
৫৯.০২% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস